বাংলাদেশ থেকে ইউরোপে পড়তে গিয়ে অধিকাংশ তরুণরা পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁতে জব করে, কেউ বা রাস্তায় দাঁড়িয়ে পত্রিকা বিক্রি করে, পার্ট টাইম বিভিন্ন কাজ করেই তারা পড়াশোনার খরচসহ নিজের খাবার, চলাফেরার খরচ সংগ্রহ করে। এই তরুণরাই আবার দেশে এগুলো করতে লজ্জাবোধ করে। এটির পিছনে কারণ আছে। বাংলাদেশ এই ধরনের সংস্কৃতি আমরা তৈরি করতে পারিনি। শিক্ষার্থীদের জন্য কাজকে আমরা ট্যাবু বানিয়ে ফেলেছি। আমাদের অভিভাবকদেরও চিন্তা, পড়াশোনার পাশাপাশি কাজ করলে পড়াশোনা হবেনা, টাকার লোভ চলে আসবে, টাকা লোভ চলে আসলে জীবন ধ্বংস হ্যানত্যান ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পথে বড় বাধা তৈরি হবে। …………………….